হিজরত 15:1-15-16 Kitabul Mukkadas (MBCL)

1. এর পর মূসা ও বনি-ইসরাইলরা মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গাইলেন:“আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব,কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল।ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকেতিনিই সাগরের পানিতে ফেলে দিলেন।

10. কিন্তু তুমি ফুঁ দিয়ে বাতাস বহালে,আর সাগরও তাদের ঢেকে ফেলল।তারা গভীর পানির তলায় সীসার মত করে ডুবে গেল।

11. “হে মাবুদ,দেবতাদের মধ্যে কে আছে তোমার মত?কে আছে তোমার মত এমন পবিত্রতায় মহানআর মহিমায় ভয়ংকর?এমন কুদরতি কাজের শক্তি কার আছে?

12. তোমার ডান হাতখানা তুমি বাড়িয়ে দিলে,আর দুনিয়া তাদের গিলে ফেলল।

13. তোমার অটল মহব্বতে তুমি যাদের ছাড়িয়ে আনলেতাদের তুমিই চালিয়ে নেবে।তোমার নিজের শক্তিতে তোমার পবিত্র বাসস্থানেতুমি তাদের চালিয়ে আনবে।

14. সেই কথা শুনে অন্য জাতিরা ভীষণ ভয়ে কাঁপবে,আর ফিলিস্তিনীদের মন দারুণ ব্যথায় কাতর হবে।

15-16. ইদোমীয় সর্দারেরা ভয়ে দিশেহারা হবে;মোয়াবীয় নেতারা কাঁপতে থাকবে,আর ভীষণ ভয়ের সামনে পড়েকেনানীয়রা সাহস হারাবে।হে মাবুদ, তোমার বান্দাদের যাওয়াশেষ না হওয়া পর্যন্ত,তোমার ছাড়িয়ে নেওয়া বান্দাদের যাওয়াশেষ না হওয়া পর্যন্ততোমার মহা শক্তির সামনেঐ সব জাতি পাথরের মত পড়ে থাকবে।

হিজরত 15