হাবাক্কুক 3:15-19 Kitabul Mukkadas (MBCL)

15. তোমার পরিচালনায় ঘোড়াগুলো সাগর মাড়িয়ে গেলআর মহাজলের রাশিকে তোলপাড় করল।

16. সেই শব্দ শুনে আমি কাঁপতে লাগলাম,আমার ঠোঁটও কেঁপে উঠল;আমি দুর্বল হয়ে পড়লামআর আমার পা কাঁপতে লাগল।তবুও আমি সেদিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবযেদিন আমাদের আক্রমণকারীদের উপর বিপদ আসবে।

17. যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে নাআর আংগুর লতায় থাকবে না কোন আংগুর,যদিও জলপাই গাছে ফল ধরবে নাআর ক্ষেতে জন্মাবে না খাবারের জন্য কোন শস্য,যদিও ভেড়ার খোঁয়াড়ে থাকবে না ভেড়াআর গোয়াল ঘরে থাকবে না গরু,

18. তবুও আমি মাবুদকে নিয়ে আনন্দ করব,আমার উদ্ধারকর্তা আল্লাহ্‌কে নিয়ে খুশী হব।

19. আল্লাহ্‌ মালিকই আমার শক্তি;তিনি আমার পা হরিণীর পায়ের মত করেনআর আমাকে উঁচু উঁচু জায়গায় যাবার ক্ষমতা দেন।কাওয়ালী পরিচালকের জন্য। আমার নির্দেশ অনুসারে তারের বাজনাগুলোর সংগে গাইতে হবে।

হাবাক্কুক 3