হাবাক্কুক 3:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. নবী হাবাক্কুকের ছন্দে বাঁধা মুনাজাত।

2. হে মাবুদ, আমি তোমার কাজের কথা শুনে ভয় পেলাম।হে মাবুদ, আমাদের কালে সেগুলো তুমি আবার কর;আমাদের সময়ে তুমি সেগুলো দেখাও।রাগের সময় তুমি মমতা করবার কথা ভুলে যেয়ো না।

3. আল্লাহ্‌ তৈমন থেকে আসছেন,আল্লাহ্‌ পাক পারণ পাহাড় থেকে আসছেন। [সেলা]তাঁর মহিমা আসমান ছেয়ে যায়;দুনিয়া তাঁর প্রশংসায় পরিপূর্ণ।

4. সূর্যের মতই তাঁর উজ্জ্বলতা;তাঁর হাত থেকে আলো ঠিক্‌রে পড়ে,সেখানে তাঁর শক্তি লুকানো আছে।

5. তাঁর আগে আগে যাচ্ছে মহামারী;তাঁর পিছনে পিছনে চলছে রোগ।

হাবাক্কুক 3