1. নবী হাবাক্কুকের ছন্দে বাঁধা মুনাজাত।
2. হে মাবুদ, আমি তোমার কাজের কথা শুনে ভয় পেলাম।হে মাবুদ, আমাদের কালে সেগুলো তুমি আবার কর;আমাদের সময়ে তুমি সেগুলো দেখাও।রাগের সময় তুমি মমতা করবার কথা ভুলে যেয়ো না।
3. আল্লাহ্ তৈমন থেকে আসছেন,আল্লাহ্ পাক পারণ পাহাড় থেকে আসছেন। [সেলা]তাঁর মহিমা আসমান ছেয়ে যায়;দুনিয়া তাঁর প্রশংসায় পরিপূর্ণ।
4. সূর্যের মতই তাঁর উজ্জ্বলতা;তাঁর হাত থেকে আলো ঠিক্রে পড়ে,সেখানে তাঁর শক্তি লুকানো আছে।
5. তাঁর আগে আগে যাচ্ছে মহামারী;তাঁর পিছনে পিছনে চলছে রোগ।
6. তিনি দাঁড়িয়ে দুনিয়াকে নাড়া দিচ্ছেন;তিনি তাকিয়ে জাতিদের কাঁপিয়ে তুলছেন।পুরানো দিনের পাহাড়-পর্বত টুকরা টুকরা হয়ে যাচ্ছেআর পুরানো যুগের পাহাড়গুলো ভেংগে পড়ছে।অনন্তকাল থেকে তার পথের কোন পরিবর্তন নেই।
7. আমি কূশনের লোকগুলোকে দুর্দশার মধ্যে দেখলাম,আর দেখলাম মাদিয়ানের বাসিন্দারা কাঁপছে।
8. হে মাবুদ, নদীগুলোর উপর কি তুমি রাগ করেছ?তোমার গজব কি নদীগুলোর উপর পড়েছে?তুমি কি সাগরের উপর ভীষণ বিরক্ত হয়েছ?সেজন্যই কি তুমি তোমার ঘোড়াগুলোতেআর তোমার বিজয়ী রথগুলোতে চড়ে বেড়া"ছ?
9. তোমার ধনুক তুমি তুলে নিলেআর তোমার কালাম অনুসারে শাস্তি দেবার জন্যলাঠিগুলো কসম খেয়েছে। সেলাতুমি দুনিয়াকে ভাগ করে দিলে নদনদী দিয়ে।
10. পাহাড়-পর্বত তোমাকে দেখে কেঁপে উঠল।ভীষণ পানির স্রোত বয়ে গেল;গভীর পানি গর্জন করে উঠলআর তার ঢেউগুলো উপরে তুলল।
11. তোমার উড়ন্ত তীরের ঝল্কানিতেআর বিদ্যুতের মত তোমার বর্শার চম্কানিতেআসমানে সূর্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
12. ক্রোধে তুমি দুনিয়ার মধ্য দিয়ে এগিয়ে গেলেআর রাগে জাতিদের পায়ে মাড়ালে।