সোলায়মানের শীর 4:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. প্রিয়া আমার, কি সুন্দরী তুমি!হ্যাঁ, তুমি সুন্দরী।ঘোমটার মধ্যে তোমার চোখ দু’টা ঘুঘুর মত।তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকেনেমে আসা ছাগলের পাল।

2. তোমার দাঁতগুলো এমন ভেড়ীর পালের মতযারা এইমাত্র লোম ছাটাই হয়ে গোসল করে এসেছে।তাদের প্রত্যেকটারই জোড়া আছে,কোনটাই হারিয়ে যায় নি!

3. তোমার ঠোঁট দু’টা লাল রংয়ের সুতার মত লাল;কি সুন্দর তোমার মুখ!ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ যেন আধখানা করা ডালিম।

সোলায়মানের শীর 4