সোলায়মানের শীর 2:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. আমি যেন শারোণের একটা গোলাপ,উপত্যকার লিলি ফুল।

2. কাঁটাবনের মধ্যে যেমন লিলি ফুল,মেয়েদের মধ্যে তেমনি আমার প্রিয়া।

3. বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ,তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়।আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই,আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।

সোলায়মানের শীর 2