শুমারী 24:23-25 Kitabul Mukkadas (MBCL)

23. তারপর বালাম আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:“হায়! আল্লাহ্‌ যখন এই সব করবেন,তখন কি কেউ বেঁচে থাকতে পারবে?

24. সাইপ্রাস দ্বীপের কিনারা থেকে জাহাজ এসেদমন করবে আশেরীয় আর আবেরীয়দের;কিন্তু সাইপ্রাসের লোকেরা ধ্বংস হয়ে যাবে।”

25. এর পর বালাম উঠে বাড়ীর দিকে রওনা হলেন আর বালাকও তাঁর নিজের পথে চলে গেলেন।

শুমারী 24