পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি;তাদের আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছি।আমি দেখছি এমন একটা জাতিকেযে অন্যদের থেকে দূরে থাকে;অন্য সব জাতির সংগে নিজেদের এক করে দেখে না।