শুমারী 23:20-26 Kitabul Mukkadas (MBCL)

20. আমি দোয়া করবার জন্য হুকুম পেয়েছি।তিনি ইসরাইল জাতিকে দোয়া করেছেন,আমি তা বদলাতে পারি না।

21. ইয়াকুবের মধ্যে তিনি কোন অন্যায় দেখেন নি,ইসরাইল জাতির ভাগ্যে কোন দুঃখ রাখেন নি।তাদের মাবুদ আল্লাহ্‌ তাদের সংগে আছেন,আর তাদের বাদশাহ্‌র জয়ধ্বনি রয়েছে তাদের মধ্যে।

22. মিসর থেকে তিনি তাদের বের করে এনেছেন,তিনি তাদের পক্ষে বুনো ষাঁড়ের শক্তির মত।

23. ইয়াকুবের উপর কোন জাদুবিদ্যা খাটবে না;ইসরাইল জাতির উপর খাটবে না কোন মন্ত্রতন্ত্র।ইয়াকুব, অর্থাৎ ইসরাইল জাতি সম্বন্ধে এখন এই কথা বলা যায়,‘আল্লাহ্‌ যা করেছেন তা দেখ।’

24. এই সব লোক উঠে দাঁড়াবে সিংহীর মত করে,আর সিংহের মত করে নিজেদের তুলে ধরবে।শিকার করা প্রাণীর রক্ত ও গোশ্‌ত খেয়ে না ফেলা পর্যন্ততারা বিশ্রাম করবে না।”

25. এই কথা শুনে বালাক বলে উঠলেন, “থামুন, আপনি তাদের বদদোয়াও দেবেন না, দোয়াও করবেন না।”

26. জবাবে বালাম বললেন, “আমি কি আপনাকে বলি নি যে, মাবুদ যা বলবেন তা আমাকে করতেই হবে?”

শুমারী 23