আমি সেখানে নেমে এসে তোমার সংগে কথা বলব। তোমার উপর যে রূহ্ রয়েছেন আমি তাঁকে তাদের উপরেও দেব। লোকদের বোঝা বয়ে নিতে তারাই তোমাকে সাহায্য করবে। তাতে তোমাকে আর একা বোঝা বইতে হবে না।