লূক 3:4-9 Kitabul Mukkadas (MBCL)

4. নবী ইশাইয়ার কিতাবে যা লেখা আছে ঠিক সেইভাবে এই সব হল। লেখা আছে,“মরুভূমিতে একজনের কন্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,‘তোমরা মাবুদের পথ ঠিক কর,তাঁর রাস্তা সোজা কর।

5. সমস্ত উপত্যকা ভরা হবে,পাহাড়-পর্বত সমান করা হবে।আঁকাবাঁকা পথ সোজা করা হবে,অসমান রাস্তা সমান করা হবে।

6. মানুষকে নাজাত করবার জন্যআল্লাহ্‌ যা করেছেন,সব লোকেই তা দেখতে পাবে।’ ”

7. তখন তরিকাবন্দী নেবার জন্য অনেক লোক ইয়াহিয়ার কাছে আসতে লাগল। ইয়াহিয়া তাদের বললেন, “সাপের বংশধরেরা! আল্লাহ্‌র যে গজব নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল?

8. তোমরা যে তওবা করেছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। নিজেদের মনে ভেবো না যে, তোমরা ইব্রাহিমের বংশের লোক। আমি তোমাদের বলছি, এই পাথরগুলো থেকে আল্লাহ্‌ ইব্রাহিমের বংশধর তৈরী করতে পারেন।

9. গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে। যে গাছে ভাল ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে।”

লূক 3