লূক 19:34-38 Kitabul Mukkadas (MBCL)

34. তাঁরা বললেন, “হুজুরের দরকার আছে।”

35. তারপর সাহাবীরা সেই গাধার বাচ্চাটা ঈসার কাছে আনলেন এবং তার উপরে তাঁদের গায়ের চাদর পেতে দিয়ে ঈসাকে বসালেন।

36. তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগল।

37. এইভাবে ঈসা জেরুজালেমের কাছে এসে যে রাস্তাটা জৈতুন পাহাড় থেকে নেমে গেছে সেই রাস্তায় আসলেন। ঈসার সংগে তাঁর অনেক সাহাবী ছিলেন। সেই সাহাবীরা তাঁর যে সব অলৌকিক কাজ দেখেছিলেন সেগুলোর জন্য আনন্দে চিৎকার করে আল্লাহ্‌র প্রশংসা করে বলতে লাগলেন,

38. “মাবুদের নামে যে বাদশাহ্‌ আসছেনতাঁর প্রশংসা হোক!বেহেশতেই শান্তি,আর সেখানে আল্লাহ্‌র মহিমা প্রকাশিত।”

লূক 19