লূক 1:76-80 Kitabul Mukkadas (MBCL)

76. সন্তান আমার,তোমাকে আল্লাহ্‌তা’লার নবী বলা হবে,কারণ তুমি তাঁর পথ ঠিক করবার জন্যতাঁর আগে আগে চলবে।

77-78. তুমি তাঁর বান্দাদের জানাবে,কিভাবে আমাদের আল্লাহ্‌র মমতার দরুনগুনাহের মাফ পেয়েনাজাত পাওয়া যায়।তাঁর মমতায় বেহেশত থেকে এক উঠন্ত সূর্যআমাদের উপর নেমে আসবেন,

79. যাতে অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় যারা বসে আছেতাদের নূর দিতে পারেন,আর শান্তির পথে আমাদের চালাতে পারেন।”

80. পরে ইয়াহিয়া বেড়ে উঠতে লাগলেন এবং দিলে শক্তিশালী হয়ে উঠতে থাকলেন। বনি-ইসরাইলদের সামনে খোলাখুলিভাবে উপস্থিতির আগ পর্যন্ত তিনি মরুভূমিতে ছিলেন।

লূক 1