রোমীয় 14:16-18 Kitabul Mukkadas (MBCL)

16. তোমাদের কাছে যা ভাল, কেউ যেন তার নিন্দা করতে না পারে।

17. আল্লাহ্‌র রাজ্যে খাওয়া-দাওয়া বড় কথা নয়; বড় কথা হল, পাক-রূহের মধ্য দিয়ে সৎ পথে চলা আর শান্তি ও আনন্দ।

18. যে এইভাবে মসীহের সেবা করে আল্লাহ্‌ তার উপর সন্তুষ্ট হন এবং লোকেও তাকে ভাল মনে করে।

রোমীয় 14