মেসাল 8:4-9 Kitabul Mukkadas (MBCL)

4. “ওহে লোকেরা, আমি তোমাদের ডাকছি,সমস্ত মানুষের কাছে জোর গলায় বলছি।

5. বোকা লোকেরা, চালাক হবার বুদ্ধি লাভ কর;বিবেচনাহীন লোকেরা, বিচারবুদ্ধি লাভ কর।

6. শোন, আমি উপযুক্ত কথা বলব,সঠিক কথা বলবার জন্য আমার মুখ খুলব।

7. আমি সত্যি কথা বলব;খারাপ কথা আমার কাছে জঘন্য লাগে,তাই আমি তা বলব না।

8. আমার মুখের সমস্ত কথাই ঠিক,তার মধ্যে বাঁকা কথা বা কুটিলতা নেই।

9. যাদের বিচারবুদ্ধি আছে তাদের কাছে আমার কথা ভণ্ডামিশূন্য;যাদের জ্ঞান আছে তাদের কাছে সেগুলো খাঁটি।

মেসাল 8