মেসাল 8:1-6 Kitabul Mukkadas (MBCL)

1. সুবুদ্ধি কি ডাক দেয় না?বিচারবুদ্ধি কি চিৎকার করে কথা বলে না?

2. পথের পাশে উঁচু জায়গায়যেখানে পথ গিয়ে পথের সংগে মিলেছেসেখানে সুবুদ্ধি দাঁড়িয়ে থাকে।

3. শহরে যাবার পথে সদর দরজার কাছে সে জোরে চেঁচিয়ে বলে,

4. “ওহে লোকেরা, আমি তোমাদের ডাকছি,সমস্ত মানুষের কাছে জোর গলায় বলছি।

5. বোকা লোকেরা, চালাক হবার বুদ্ধি লাভ কর;বিবেচনাহীন লোকেরা, বিচারবুদ্ধি লাভ কর।

6. শোন, আমি উপযুক্ত কথা বলব,সঠিক কথা বলবার জন্য আমার মুখ খুলব।

মেসাল 8