মেসাল 7:16-21 Kitabul Mukkadas (MBCL)

16. মিসর দেশের বিভিন্ন রংয়ের কাপড়ের তৈরী চাদর দিয়েআমি বিছানা ঢেকেছি;

17. গন্ধরস, অগুরু আর দারচিনি দিয়েআমার বিছানা সুগন্ধযুক্ত করেছি।

18. এস, আমরা সকাল পর্যন্ত দেহ-ভোগে মেতে থাকি,গভীর ভালবাসার মধ্যে আনন্দ ভোগ করি।

19. আমার স্বামী বাড়ীতে নেই, তিনি দূরে যাত্রা করেছেন;

20. তিনি থলি ভরে টাকা নিয়েছেন,পূর্ণিমার আগে ঘরে ফিরবেন না।”

21. মন ভুলানো কথাবার্তার দ্বারা সে তাকে বিপথে নিয়ে গেল,মিষ্টি কথায় তাকে ভুলিয়ে নিল,

মেসাল 7