মেসাল 6:27-32 Kitabul Mukkadas (MBCL)

27. যদি কেউ আগুন তুলে নিয়ে নিজের কোলে রাখেতবে কি তার কাপড় পুড়ে যাবে না?

28. যদি কেউ জ্বলন্ত কয়লার উপরে হাঁটেতবে তার পা কি পুড়ে যাবে না?

29. যে লোক অন্যের স্ত্রীর কাছে যায় তার দশা এই রকমই হয়;যে সেই স্ত্রীলোককে ছোঁয় তাকে শাস্তি পেতেই হবে।

30. খেতে না পেয়ে খিদে মিটাবার জন্য যে চুরি করে,সেই চোরকে লোকে ঘৃণার চোখে দেখে না।

31. তবুও যখন সে ধরা পড়বেতখন হয়তো তাকে সাত গুণ ফিরিয়ে দিতে হবে,হয়তো তার ঘরের সমস্ত ধনও তাকে দিয়ে দিতে হবে।

32. যে জেনা করে তার বুদ্ধির অভাব আছে;সে তা করে নিজেকেই ধ্বংস করে।

মেসাল 6