মেসাল 31:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. বাদশাহ্‌ লমূয়েলের বলা কথা, অর্থাৎ আল্লাহ্‌র দেওয়া যে কালামতাঁর মা তাঁকে শিক্ষা দিয়েছিলেন।

2. ছেলে আমার, হে আমার গর্ভের সন্তান,হে আমার মানতের সন্তান, তোমাকে কি বলব?

3. স্ত্রীলোকের উপরে তোমার শক্তি ক্ষয় কোরো না;বাদশাহ্‌দের যা ধ্বংস করে তার কাছে নিজেকে দিয়ে দিয়ো না।

মেসাল 31