মেসাল 29:8-12 Kitabul Mukkadas (MBCL)

8. ঠাট্টা-বিদ্রূপকারীরা শহরের মধ্যে গোলমাল বাধিয়ে দেয়,কিন্তু জ্ঞানী লোকেরা মানুষের রাগ শান্ত করে।

9. বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করেতবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে,আর তাতে কোন মীমাংসা হবে না।

10. যারা রক্তপাত করে তারা নির্দোষ লোককে ঘৃণা করেএবং সৎ লোককে হত্যা করবার চেষ্টা করে।

11. বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে,কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে।

12. যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয় তার সব কর্মচারী দুষ্ট।

মেসাল 29