মেসাল 28:10-15 Kitabul Mukkadas (MBCL)

10. সৎ লোককে যে কুপথে নিয়ে যায় সে তার নিজের গর্তেই পড়বে,কিন্তু যারা নির্দোষ তাদের উন্নতি হবে।

11. ধনী লোক তার নিজের চোখে জ্ঞানী,কিন্তু যে গরীব লোকের বিচারবুদ্ধি আছেসে সেই ধনী লোকের আসল অবস্থা বুঝতে পারে।

12. আল্লাহ্‌ভক্ত লোকদের হাতে ক্ষমতা গেলে সকলের উপকার হয়,কিন্তু দুষ্টদের হাতে ক্ষমতা গেলেলোকদের খুঁজে পাওয়া যায় না।

13. যে লোক নিজের গুনাহ্‌ গোপন করে তার উন্নতি হয় না,কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে মমতা পায়।

14. ধন্য সে লোক যে অন্যায় করতে সব সময় ভয় করে,কিন্তু যে তার অন্তরকে কঠিন করে এবং অন্যায় করতেভয় করে না সে বিপদে পড়ে।

15. গর্জনকারী সিংহ আর আক্রমণকারী ভল্লুক যেমন,তেমনি সেই দুষ্ট লোক যে অসহায় লোকদের শাসনকর্তা হয়।

মেসাল 28