মেসাল 23:2-5 Kitabul Mukkadas (MBCL)

2. যদি তুমি পেটুক হও তবে সাবধান!তুমি নিজেকে দমনে রেখে খেয়ো।

3. তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না,কারণ সেই খাবার দেবার পিছনে থাকেশাসনকর্তার কোন উদ্দেশ্য।

4. ধন লাভের জন্য ব্যস্ত হোয়ো না;এই ব্যাপারে তোমার বুদ্ধির উপর ভরসা কোরো না।

5. ধনের দিকে একটি বার তাকালে দেখবে সেগুলো আর নেই,কারণ সেগুলোতে পাখা গজাবেইআর ঈগলের মত আকাশে উড়ে যাবে।

মেসাল 23