মেসাল 20:3-7 Kitabul Mukkadas (MBCL)

3. ঝগড়া-বিবাদ এড়িয়ে যাওয়ার ফলে মানুষ সম্মান পায়;যাদের বিবেক অসাড় তারা প্রত্যেকেইঝগড়া করতে প্রস্তুত থাকে।

4. অলস লোক শীতকালে চাষ করে না,সেইজন্য ফসল কাটবার সময় সে চাইলেও কিছু পাবে না।

5. মানুষের অন্তরের উদ্দেশ্য যেন মাটির নীচে থাকা পানি,কিন্তু বুদ্ধিমান লোক তা তুলে আনে।

6. অনেক লোক নিজেদের বিশ্বস্ত বলে দাবি করে,কিন্তু বিশ্বাসযোগ্য লোক কে খুঁজে পায়?

7. আল্লাহ্‌ভক্ত লোক সততায় চলাফেরা করেন;ধন্য তাঁর বংশধরেরা!

মেসাল 20