18. পরামর্শ নিয়ে পরিকল্পনা কোরো;উপযুক্ত পরামর্শ না নিয়ে তুমি যুদ্ধ ঘোষণা কোরো না।
19. যে নিন্দা করে বেড়ায় সে গোপন কথা প্রকাশ করে দেয়;কাজেই যে বেশী কথা বলে তার সংগে মেলামেশা কোরো না।
20. যার কথায় পিতা কিংবা মায়ের প্রতি অশ্রদ্ধা থাকে,ভীষণ অন্ধকারে তার জীবন-বাতি নিভে যাবে।
21. পিতার সম্পত্তির অধিকার যদি তাড়াতাড়ি পাওয়া যায়তবে শেষে তাতে দোয়া পাওয়া যাবে না।
22. তুমি বোলো না, “এই অন্যায়ের প্রতিশোধ নেব।”মাবুদের জন্য অপেক্ষা কর, তিনি সেই বিপদ থেকেতোমাকে রক্ষা করবেন।
23. মাবুদ বেঠিক বাটখারা ঘৃণা করেন;ঠকামির দাঁড়িপাল্লা ভাল নয়।
24. বীরপুরুষের চলবার পথ যদি মাবুদই ঠিক করে দেন,তাহলে সাধারণ মানুষ তার নিজের পথকেমন করে বুঝতে পারবে?
25. ভেবে না দেখে তাড়াতাড়ি করেমাবুদের উদ্দেশে কোন কিছু মানত করামানুষের জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়।