মেসাল 18:2-7 Kitabul Mukkadas (MBCL)

2. বিবেচনাহীন লোক নেকী-বদী বুঝবার ব্যাপারেকোন আনন্দ পায় না,কিন্তু নিজের মতামত প্রকাশেই আনন্দ পায়।

3. দুষ্টতা ডেকে আনে ঘৃণাআর অসম্মান ডেকে আনে নিন্দা।

4. মানুষের মুখের কথা যেন মাটির গভীরে থাকা পানি,কিন্তু জ্ঞানী লোকের মুখের কথাযেন ঝর্ণা থেকে বেরিয়ে আসা স্রোতের পানি।

5. দোষী লোকের পক্ষ নেওয়া ঠিক নয়,তাতে নির্দোষীর প্রতি অবিচার করা হয়।

6. বিবেচনাহীনের কথার দরুন মকদ্দমা হয়,আর তার কথার জন্য তাকে মার খেতে হয়।

7. বিবেচনাহীনের মুখই তার সর্বনাশের কারণ;তার কথার দরুন তার জীবন ফাঁদে পড়ে।

মেসাল 18