মেসাল 16:8-10 Kitabul Mukkadas (MBCL)

8. অন্যায় বিচারের সংগে প্রচুর লাভের চেয়েন্যায়বিচারের সংগে অল্পও ভাল।

9. মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে,কিন্তু তার পায়ের ধাপ মাবুদই পরিচালনা করেন।

10. বাদশাহ্‌র মুখে বিচারের ন্যায্য রায় থাকে;তাঁর কথা ন্যায়বিচারের বিরুদ্ধে যায় না।

মেসাল 16