মেসাল 16:13-18 Kitabul Mukkadas (MBCL)

13. সত্যবাদী মুখ বাদশাহ্‌দের আনন্দ দেয়;যে লোক সত্যি কথা বলে বাদশাহ্‌রা তাকে মহব্বত করেন।

14. বাদশাহ্‌র রাগ মৃত্যুর ফেরেশতার মত,কিন্তু জ্ঞানী লোক সেই রাগ শান্ত করে।

15. বাদশাহ্‌ সন্তুষ্ট হলে জীবন বাঁচে;তাঁর দয়া বসন্তকালের বৃষ্টির মেঘের মত।

16. সোনার চেয়ে জ্ঞান লাভ করা কত ভাল!আর রূপার চেয়ে বিচারবুদ্ধি লাভ করা কত পছন্দনীয়!

17. খারাপী থেকে সরে যাওয়াই হল সৎ লোকদের জীবনের পথ;যে লোক তার জীবন পথের দিকে খেয়াল রাখেসে তার প্রাণ রক্ষা করে।

18. অহংকার ধ্বংস আনে আর গর্বে ভরা মন পতন আনে।

মেসাল 16