মেসাল 14:13-17 Kitabul Mukkadas (MBCL)

13. হাসবার সময়েও মনে ব্যথা থাকতে পারে,আর আনন্দের শেষে দুঃখ থাকতে পারে।

14. বেঈমান লোকেরা নিজেদের আচার-ব্যবহারে তৃপ্ত হয়,কিন্তু ভাল লোকেরা নিজেদের আচার-ব্যবহারে আরও বেশী তৃপ্ত হয়।

15. বোকা লোক সব কথাই বিশ্বাস করে,কিন্তু সতর্ক লোক বিচারবুদ্ধি খাটিয়ে চলে।

16. জ্ঞানী লোক খারাপীকে ভয় করে তা থেকে সরে যায়,কিন্তু বিবেচনাহীন লোক নিজের উপর বেশী বিশ্বাস করেদুঃসাহসী হয়।

17. বদমেজাজী লোক বোকার মত কাজ করে,আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে।

মেসাল 14