মেসাল 13:16-19 Kitabul Mukkadas (MBCL)

16. সতর্ক লোক জ্ঞানের সংগে কাজ করে,কিন্তু বিবেচনাহীন লোক তার নির্বুদ্ধিতা প্রকাশ করে।

17. দুষ্ট সংবাদদাতা বিপদে পড়ে,কিন্তু বিশ্বস্ত সংবাদদাতা উপকার আনে।

18. যে লোক শাসন অগ্রাহ্য করে সে অভাবে পড়ে ও লজ্জা পায়,কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে সম্মানিত হয়।

19. মনের ইচ্ছা পূরণ হলে অন্তর তৃপ্ত হয়,কিন্তু বিবেচনাহীনেরা খারাপী থেকে দূরে সরে যেতেঘৃণা বোধ করে।

মেসাল 13