মেসাল 11:23-28 Kitabul Mukkadas (MBCL)

23. আল্লাহ্‌ভক্তের মনের ইচ্ছা উন্নতি বয়ে আনে,কিন্তু দুষ্ট লোকের আশার বদলেকেবল আল্লাহ্‌র গজব নেমে আসে।

24. যে কেউ খোলা হাতে দান করে সে আরও বেশী লাভ করে;আবার যে কেউ ন্যায্য খরচ করতে অস্বীকার করেসে অভাবে পড়ে।

25. যে খোলা হাতে দান করে তার উন্নতি হয়;যে অন্যকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়।

26. যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে বদদোয়া দেয়,কিন্তু যে তা বিক্রি করে সে দোয়ার পাত্র হয়।

27. যে ভালোর তালাশ করে সে দয়া পায়,কিন্তু যে খারাপীর তালাশ করে তার উপর তা-ই ঘটবে।

28. যে তার ধনের উপর ভরসা করে তার পতন হবে,কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক সবুজ পাতার মত সতেজ থাকবে।

মেসাল 11