23. খারাপ কাজ করা বিবেচনাহীনের আনন্দ,কিন্তু বুদ্ধিমানের আনন্দের বিষয় হল জ্ঞান।
24. দুষ্ট লোকেরা যা ভয় করে তা-ই তাদের উপর ঘটবে,কিন্তু আল্লাহ্ভক্তদের ইচ্ছা পূরণ করা হবে।
25. ঘুর্ণিঝড় বয়ে গেলে দুষ্ট আর থাকে না,কিন্তু যে আল্লাহ্ভক্ত সে চিরকাল অটল থাকে।
26. দাঁতে সির্কা আর চোখে ধোঁয়া লাগলে যেমন কষ্ট হয়,তেমনি যারা অলসকে কোথাও পাঠায় তারা কষ্ট পায়।
27. মাবুদের প্রতি ভয় আয়ু বাড়ায়,কিন্তু দুষ্টদের আয়ু কমিয়ে দেওয়া হবে।
28. আল্লাহ্ভক্তদের আশায় আনন্দ আছে,কিন্তু দুষ্টদের আশায় ছাই পড়বে।
29. মাবুদের পথ সৎ লোকদের জন্য কেল্লার মত,কিন্তু যারা খারাপ কাজ করে তাদের জন্য তা সর্বনাশ।