মেসাল 1:19-24 Kitabul Mukkadas (MBCL)

19. খারাপ উপায়ে কোন কিছু লাভ করবার জন্য যারা ছোটেতাদের সকলের দশাই এই রকম হয়;তারা যা লাভ করে তা তাদের জীবন শেষ করে দেয়।

20. সুবুদ্ধি রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকে,বাজারে বাজারে আওয়াজ তোলে।

21. গোলমাল-ভরা রাস্তার মোড়ে মোড়ে সে চিৎকার করে,শহরের দরজায় ঢুকবার পথে সে এই কথা বলে,

22. “বোকা লোকেরা, আর কতদিন তোমরা তোমাদেরবোকামি ভালবাসবে?যারা ঠাট্টা-বিদ্রূপ করে তারা আর কতকাল তার মধ্যেআনন্দ পাবে?যারা বিবেচনাহীন তারা আর কতকাল জ্ঞানকে ঘৃণা করবে?

23. আমার শাসনের কথায় যদি তোমরা কান দিতে,তাহলে আমার রূহ্‌ আমি তোমাদের উপরে ঢেলে দিতাম,আমার মনের কথা তোমাদের জানাতাম।

24. আমি যখন ডাকলাম তখন তোমরা আমাকে অগ্রাহ্য করলে,হাত বাড়িয়ে দিলেও কেউ তাতে সাড়া দিলে না।

মেসাল 1