হে ইসরাইল, মাবুদের কথা শোন। তিনি বলছেন, “হে মিকাহ্, তুমি উঠে দাঁড়িয়ে পাহাড়-পর্বতের সামনে তোমার মামলা উপস্থিত কর; তোমার যা বলবার আছে তা পাহাড়গুলো শুনুক।”