মার্ক 4:12-14 Kitabul Mukkadas (MBCL)

12. যেন পাক-কিতাবের কথামত, ‘তারা তাকিয়েও দেখতে না পায় এবং শুনেও বুঝতে না পারে। তা না হলে তারা হয়তো আল্লাহ্‌র দিকে ফিরবে এবং মাফ পাবে।’ ”

13. তারপর ঈসা তাঁদের বললেন, “তোমরা কি এই গল্পটার মানে বুঝলে না? তাহলে কেমন করে অন্য গল্পগুলোর মানে বুঝবে?

14. চাষী যে বীজ বুনেছিল তা হল আল্লাহ্‌র কালাম।

মার্ক 4