1. হে মাবুদ, আমাদের উপর যা ঘটেছে তা মনে করে দেখ;তুমি তাকাও, আমাদের অপমান দেখ।
2. আমাদের ভাগের সম্পত্তি বিদেশীদের হাতে দেওয়া হয়েছে,আর বাড়ী-ঘর দেওয়া হয়েছে ভিন্ন জাতির লোকদের।
3. আমরা এতিম হয়েছি, আমাদের পিতা নেই,আমাদের মায়েরা বিধবা হয়েছে।
4. আমাদের খাবার পানি কিনে খেতে হয়;কেবল দাম দিয়েই আমরা কাঠ পেতে পারি।
21-22. হে মাবুদ, যদি তুমি আমাদের একেবারে অগ্রাহ্য না করে থাক,যদি তুমি আমাদের উপর ভীষণ রাগ না করে থাক,তবে তোমার কাছে আমাদের ফিরিয়ে নাওযাতে আমরা ফিরে আসতে পারি;আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে দাও।