23. প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়;তাঁর বিশ্বস্ততা মহৎ।
24. আমি মনে মনে বলি, “মাবুদই আমার সম্পত্তি,তাই আমি তাঁর উপর আশা রাখব।”
25. মাবুদের উপর যারা আশা রাখে ও তাঁর উপর ভরসা করেতাদের তিনি উপকার করেন।
26. মাবুদ উদ্ধার না করা পর্যন্তনীরবে অপেক্ষা করা ভাল।
27. যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল।
28. মাবুদই সেই জোয়াল তার উপর দিয়েছেন,তাই সে একা চুপ করে বসে থাকুক।