তার দরজাগুলো মাটিতে ঢেকে গেছে;আগলগুলো তিনি ভেংগে নষ্ট করে দিয়েছেন।তার বাদশাহ্ ও নেতারা জাতিদের মধ্যে বন্দী হয়ে আছে;শরীয়ত বলতে কিছু নেই;তার নবীরা মাবুদের কাছ থেকে আর দর্শন পায় না।