মাতম 2:21-22 Kitabul Mukkadas (MBCL)

21. ছেলে ও বুড়োরা ধুলার মধ্যে রাস্তায় রাস্তায় পড়ে আছে;আমার যুবক ও যুবতীরা তলোয়ারের ঘায়ে পড়ে গেছে।তোমার রাগের দিনে তুমি তাদের মেরে ফেলেছ;তুমি তাদের কেটে ফেলেছ, মমতা কর নি।

22. ঈদের দিনে যেমন তুমি লোকদের জমায়েত করতেমনি আমার চারপাশে তুমি নানা রকম ভীষণ ভয় জড়ো করেছ।মাবুদের রাগের দিনেকেউ রেহাই পায় নি কিংবা বেঁচে থাকে নি;যাদের আমি লালন-পালন ও যত্ন করতামআমার শত্রু তাদের ধ্বংস করে দিয়েছে।

মাতম 2