8. তাদের মত কোরো না, কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার।
9. এইজন্য তোমরা এইভাবে মুনাজাত কোরো:হে আমাদের বেহেশতী পিতা,তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
10. তোমার রাজ্য আসুক।তোমার ইচ্ছা যেমন বেহেশতেতেমনি দুনিয়াতেও পূর্ণ হোক।
11. যে খাবার আমাদের দরকারতা আজ আমাদের দাও।
12. যারা আমাদের উপর অন্যায় করে,আমরা যেমন তাদের মাফ করেছিতেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় মাফ কর।
13. আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না,বরং শয়তানের হাত থেকে রক্ষা কর।
14. তোমরা যদি অন্যদের দোষ মাফ কর তবে তোমাদের বেহেশতী পিতা তোমাদেরও মাফ করবেন।
15. কিন্তু তোমরা যদি অন্যদের দোষ মাফ না কর তবে তোমাদের পিতা তোমাদেরও মাফ করবেন না।