7. ঈসা ইবলিসকে বললেন, “আবার এই কথাও লেখা আছে,তোমার মাবুদ আল্লাহ্কে তুমি পরীক্ষা করতে যেয়ো না।”
8. তখন ইবলিস আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাঁদের জাঁকজমক দেখিয়ে বলল,
9. “তুমি যদি মাটিতে পড়ে আমাকে সেজদা কর তবে এই সবই আমি তোমাকে দেব।”
10. তখন ঈসা তাকে বললেন, “দূর হও, শয়তান। পাক-কিতাবে লেখা আছে,তুমি তোমার মাবুদ আল্লাহ্কেই ভয় করবে,কেবল তাঁরই এবাদত করবে।”
11. তখন ইবলিস তাঁকে ছেড়ে চলে গেল, আর ফেরেশতারা এসে তাঁর সেবা করতে লাগলেন।