8. “এহুদা, তোমার ভাইয়েরা তোমার প্রশংসা করবে।শত্রুদের ঘাড় ধরে তুমি তাদের জব্দ করবে;তোমার ভাইয়েরা মাটিতে উবুড় হয়ে তোমাকে সম্মান দেখাবে।
9. এহুদা, তুমি সিংহের বাচ্চা;শিকারের গোশ্ত খাওয়া শেষ করেআমার এই ছেলে উঠে আসে;সিংহ ও সিংহীর মত করে সে বসে আর শুয়ে পড়ে।কে তাকে জাগাবে?
10. যতদিন না শীলো আসেনএবং সমস্ত জাতি তাঁর হুকুম মেনে চলে,ততদিন রাজদণ্ড এহুদারই বংশে থাকবে;আর তার দু’হাঁটুর মাঝখানে থাকবে বিচার দণ্ড।