7. তারপর এই বাদশাহ্রা ঘুরে গিয়ে ঐনমিষ্পটে, অর্থাৎ কাদেশে গেলেন। তাঁরা আমালেকীয়দের সমস্ত দেশটা জয় করে নিলেন এবং হৎসসোন্ততামর শহরে যে আমোরীয়রা ছিল তাদের হারিয়ে দিলেন।
10. সিদ্দীম উপত্যকাতে আল্কাত্রায় ভরা অনেক গর্ত ছিল। যখন সাদুম আর আমুরার বাদশাহ্রা পালিয়ে যাচ্ছিলেন তখন তাঁদের লোকদের মধ্যে কেউ কেউ সেই আল্কাত্রার গর্তে পড়ে গেল, আর অন্যেরা পাহাড়ে পালিয়ে গেল।
11. যে বাদশাহ্রা জয়ী হয়েছিলেন তাঁরা সাদুম ও আমুরার সমস্ত ধন-সম্পদ ও খাবার-দাবার লুট করে নিয়ে চলে গেলেন।