পয়দায়েশ 13:2-4 Kitabul Mukkadas (MBCL)

ইব্রাম খুব ধনী ছিলেন। তাঁর অনেক পশু এবং সোনা ও রূপা ছিল। পরে তিনি নেগেভ থেকে সরে যেতে যেতে বেথেল পর্যন্ত গেলেন। এইভাবে তিনি বেথেল এবং অয়ের মাঝামাঝি সেই জায়গাটায় গিয়ে পৌঁছালেন যেখানে তিনি আগে তাম্বু ফেলেছিলেন এবং প্রথম কোরবানগাহ্‌ তৈরী করেছিলেন। সেখানে তিনি মাবুদের এবাদত করলেন।

পয়দায়েশ 13

পয়দায়েশ 13:1-12