16. আবেরের চৌত্রিশ বছর বয়সে তাঁর ছেলে ফালেজের জন্ম হল।
17. ফালেজের জন্মের পরে আবের আরও চারশো ত্রিশ বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।
18. ফালেজের ত্রিশ বছর বয়সে তাঁর ছেলে রাউর জন্ম হল।
19. রাউর জন্মের পরে ফালেজ আরও দু’শো নয় বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।
20. রাউর বত্রিশ বছর বয়সে তাঁর ছেলে সারূজের জন্ম হল।
21. সারূজের জন্মের পরে রাউ আরও দু’শো সাত বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।
22. সারূজের ত্রিশ বছর বয়সে তাঁর ছেলে নাহুরের জন্ম হল।
23. নাহুরের জন্মের পরে সারূজ আরও দু’শো বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।
24. নাহুরের উনত্রিশ বছর বয়সে তাঁর ছেলে তারেখের জন্ম হল।