পয়দায়েশ 10:3-16 Kitabul Mukkadas (MBCL)

3. গোমরের ছেলেরা হল অস্কিনস, রীফৎ ও তোগর্ম।

4. যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও দোদানীম।

5. এদের বংশের লোকেরাই শেষ পর্যন্ত বিভিন্ন ভাষা, পরিবার ও জাতি অনুসারে সাগর পারের ভিন্ন ভিন্ন দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল।

6. হামের ছেলেরা হল কূশ, মিসর, পূট ও কেনান।

7. কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলেরা হল সাবা ও দদান।

8. কূশের একটি ছেলে হয়েছিল যাঁর নাম ছিল নমরূদ। এই নমরূদ দুনিয়াতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।

9. মাবুদের চোখে তিনি ছিলেন একজন বেপরোয়া শিকারী। সেইজন্য কথায় বলে, “লোকটা যেন মাবুদের চোখে একজন বেপরোয়া শিকারী নমরূদ।”

10. ব্যাবিলন দেশের ব্যাবিলন শহর, এরক, অক্কদ ও কল্‌নী নামে জায়গাগুলো নিয়ে তিনি রাজত্ব করতে শুরু করলেন।

15. কেনানের বড় ছেলের নাম ছিল সিডন। তার পরে হেতের জন্ম হয়েছিল।

16. যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়,

পয়দায়েশ 10