প্রেরিত 7:47-51 Kitabul Mukkadas (MBCL)

47. কিন্তু সোলায়মানই তাঁর জন্য ঘর তৈরী করেছিলেন।

48. “কিন্তু আল্লাহ্‌তা’লা মানুষের তৈরী ঘর-বাড়ীতে থাকেন না। নবী বলেছেন যে,

49. মাবুদ বলেন, ‘বেহেশত আমার সিংহাসন, দুনিয়া আমার পা রাখবার জায়গা; আমার জন্য কি রকম ঘর তুমি তৈরী করবে? আমার বিশ্রামের স্থান কোথায় হবে?

50. এই সব জিনিস কি আমি নিজের হাতে তৈরী করি নি?’

51. “হে একগুঁয়ে জাতি! অ-ইহুদীদের মতই আপনাদের কান ও দিল, আর আপনারাও ঠিক আপনাদের পূর্বপুরুষদের মত। আপনারা সব সময় পাক-রূহ্‌কে বাধা দিয়ে থাকেন।

প্রেরিত 7