প্রকাশিত কালাম 7:3-8 Kitabul Mukkadas (MBCL)

3. “আমাদের আল্লাহ্‌র গোলামদের কপালে সীলমোহর না দেওয়া পর্যন্ত দুনিয়া, সমুদ্র বা গাছপালার ক্ষতি কোরো না।”

4. তারপর আমি সেই সীলমোহর করা লোকদের সংখ্যা শুনলাম। বনি-ইসরাইলদের সমস্ত বংশের মধ্য থেকে মোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোককে সীলমোহর করা হয়েছিল:

5. এহুদার বংশের মধ্য থেকে বারো হাজার।রূবেণের বংশের মধ্য থেকে বারো হাজার।গাদের বংশের মধ্য থেকে বারো হাজার।

6. আশেরের বংশের মধ্য থেকে বারো হাজার।নপ্তালির বংশের মধ্য থেকে বারো হাজার।মানশার বংশের মধ্য থেকে বারো হাজার।

7. শিমিয়োনের বংশের মধ্য থেকে বারো হাজার।লেবির বংশের মধ্য থেকে বারো হাজার।ইষাখরের বংশের মধ্য থেকে বারো হাজার।

8. সবূলূনের বংশের মধ্য থেকে বারো হাজার।ইউসুফের বংশের মধ্য থেকে বারো হাজার।বিন্‌ইয়ামীনের বংশের মধ্য থেকে বারো হাজার।

প্রকাশিত কালাম 7