প্রকাশিত কালাম 5:12-14 Kitabul Mukkadas (MBCL)

12. তাঁরা জোরে জোরে এই কথা বলছিলেন:“যে মেষ-শাবককে মেরে ফেলা হয়েছিল,তিনিই ক্ষমতা, ধন, জ্ঞান, শক্তি, সম্মান,গৌরব ও প্রশংসা পাবার যোগ্য।”

13. তারপর বেহেশতে, দুনিয়াতে, দুনিয়ার গভীরে ও সমুদ্রে যত প্রাণী আছে, এমন কি, সেগুলোর মধ্যে আর যা কিছু আছে সকলকে আমি এই কথা বলতে শুনলাম:“সিংহাসনের উপরে যিনি বসে আছেনতাঁর এবং সেই মেষ-শাবকের প্রশংসা,সম্মান, গৌরব ও ক্ষমতা চিরকাল থাকুক।”

14. সেই চারজন প্রাণী বললেন, “আমিন।” তারপর সেই নেতারা উবুড় হয়ে সেজদা করলেন।

প্রকাশিত কালাম 5