সেই বাদশাহ্দের মধ্যে পাঁচজন আগেই শেষ হয়ে গেছে, একজন এখনও আছে আর অন্যজন এখনও আসে নি। সেই বাদশাহ্ আসবার পর তাকে কিছুকাল থাকতেই হবে।