5. পানির উপরে যে ফেরেশতার ক্ষমতা ছিল আমি তাঁকে এই কথা বলতে শুনলাম:“হে আল্লাহ্ পাক, তুমি আছ এবং তুমি ছিলে।তুমি ন্যায়বান, কারণ তুমি এই সব শাস্তি দিয়েছ।
6. এই লোকেরা আল্লাহ্র বান্দাদের ও নবীদের খুন করেছে।তাই তুমি তাদের এই রক্ত খেতে দিয়েছআর এটাই তাদের পক্ষে উপযুক্ত হয়েছে।”
7. আমি কোরবানগাহ্ থেকে একজনকে এই কথা বলতে শুনলাম:“সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্,তোমার সব বিচার সত্য ও ন্যায়ে পূর্ণ।”
8. চতুর্থ ফেরেশতা সূর্যের উপরে তাঁর পেয়ালাটা উবুড় করলেন। তাতে লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য সূর্যকে ক্ষমতা দেওয়া হল।